এনএলআই প্রথম মিউচুয়াল ফান্ডের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনএলআই প্রথম মিউচুয়াল ফান্ড কর্তৃপক্ষ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ৩১ আগস্ট। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে ফান্ডটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে সাত কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় হয়েছে এক টাকা ৫০ পয়সা। এর আগের হিসাব বছরে এই ফান্ডের মুনাফা হয় ১৪ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় এক টাকা ৪২ পয়সা।
এনএলআই প্রথম মিউচুয়াল ফান্ড পরিচালনা করে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।