হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজার পর আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু। ছবি : এনটিভি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পর ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে এই কার্যক্রম শুরু হয়।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন হিলি স্থলবন্দর দিয়ে গত ১১-১৬ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে গত ছয়দিন এই বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার কাজ বন্ধ থাকে।
আজ সকালে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে। এর মধ্য দিয়ে পুনরায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু শুরু হয়।
সংশ্লিষ্ট সংবাদ: আমদানি-রপ্তানি
০৫ মে ২০২২
২৯ মার্চ ২০২২
০৫ ফেব্রুয়ারি ২০২২
৩১ জানুয়ারি ২০২২