বেনাপোলে জালনোটসহ ভারতীয় বিপুল চোরাই পণ্য জব্দ, কিশোর আটক

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে জালনোটসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে খালিদ হোসেন (১৭) নামের এক কিশোরকে জালনোটসহ আটক করা হয়েছে।
গতকাল শনিবার (২১ জুন) বিকেলে বেনাপোল বিওপি, আইসিপি ক্যাম্প, রঘুনাথপুর বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- জালনোট, ভারতীয় গাঁজা, শাড়ি, কম্বল, ল্যাপটপ, মোবাইল ফোন, ওষুধ, বিভিন্ন খাদ্যদ্রব্য ও কসমেটিক্স সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব চোরাই পণ্য আনা হচ্ছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি দেশীয় শিল্পও ক্ষতির মুখে পড়ছে।