বাস ও অটোরিকশার সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪

নাটোর বাস ও সিএনজি চালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) বিকেলে বনবেলঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ঢাকার মিরপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর (২৫), তার আত্মীয় শহিদুল ইসলাম (৩৮) এবং অপর একজন নাটোরে এসেছিলেন আম কিনতে। কিন্তু তারা সিএনজি অটোরিকশা নিয়ে বাইপাস সড়ক দিয়ে হরিশপুর যাওয়ার সময় বনবেলঘড়িয়া এলাকায় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর ও অটোরিকশাচালক বাবু (৩৫) নিহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে সেখানে শহিদুল ও অপর ব্যক্তির মৃত্যু হয়।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।