আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬

সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ছয়জন। এর মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় জুয়েল মিয়ার দুইতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলাম সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ছয়জন দগ্ধ হন। বিস্ফোরণে বাড়ির দরজা-জানালা ভেঙে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন রশিদ জানান, আহতদের প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার জানান, ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে গিয়েছিল। চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।