সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি খোরশেদ রিমান্ডে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমকে (৪৮) চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
এদিন রাজধানীর ধানমণ্ডির জিগাতলা এলাকায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারীকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার দিনগত রাতে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে খোরশেদকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট ধানমণ্ডির জিগাতলা এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লা সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন।
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল।