নাজিরপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাট এলাকায় ৪৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠি বন্দর বাজারে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
আটকরা হলেন- পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাসিন্দা মো. রুবেল মিয়া (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামকাঠি বন্দর বাজার এলাকায় বহিরাগত দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে বাজার এলাকার মাসুম ও আরিফ নামের দুই ব্যক্তি তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি নাজিরপুর থানায় জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।