ব্যাংকের ১৫ লাখ টাকা চুরি, দুই জন রিমান্ডে

কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় ব্যাংকের নৈশপ্রহরীর দুই সহযোগী আল আমিন হাওলাদার ও ইমরান শেখকে একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন এ আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ১১ জুন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরবর্তীতে বিচারক ১৫ জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছিলেন আদালত।
বিষয়টি আসামিপক্ষের আইনজীবী আব্বাস উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, রিমান্ড শুনানি উপলক্ষে আজ সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপরে রিমান্ড শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারক আসামিদের একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকটির ভল্ট ভেঙে ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। চুরির ঘটনার পরপরই ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়।
এ সময় আসামি সিয়ামের ভাড়া বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা, আল আমিনের বাসা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইমরানের বাড়ি থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত গ্রাইন্ডিং মেশিন, লোহার শাবল, চাকু ও হার্ড ডিস্কসহ সিসিটিভির ডিভিআর ডিভাইসও জব্দ করা হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
মামলার পরে গত ১১ জুন কেরানীগঞ্জের আইএফআইসি ব্যাংকের নৈশপ্রহরী মো. সিয়াম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।