আখাউড়ায় বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ

আখাউড়ায় বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কালিকাপুর এলাকার ভারত সীমান্ত দিয়ে আজ রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সাতটি বাংলাদেশি গরু ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গরুগুলো আটক করে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে কালিকাপুর ও আশপাশের সীমান্ত এলাকা দিয়ে গরু ভারতে চলে যাওয়ার ঘটনা ঘটছে। বিএসএফ এই বিষয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে এবং সীমান্ত এলাকায় মাইকিংও করা হয়েছে।
রোববার গরুগুলো সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়লে বিএসএফ তাদের (গরু) আটক করে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) অবহিত করে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, বিএসএফ কয়েকটি গরু ফেরত দেবে বলেছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে।