সাত পরিবারকে সমাজচ্যুত করল মাতব্বর, থানায় অভিযোগ

জামালপুর পৌর শহরের দাপুনিয়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ৭টি পরিবারকে সমাজচ্যুত ঘোষণা করে ঢাকঢোল পিটিয়ে মাইকিং করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাতব্বরের বিরুদ্ধে। শুক্রবার (১৩ জুন) রাতের এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল মৌলবী গতকাল শনিবার (১৪ জুন) জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মন্টু ও মুনছুর নামে দুই প্রতিবেশীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। রাত ৮টার দিকে ডাকা হয় গ্রাম্য সালিশ। সেখানে মাতব্বর শামিম আহমেদ ও আমিনুল ইসলামসহ কয়েকজন মুনছুরের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তার আত্মীয়-স্বজনসহ ৭টি পরিবারকে সমাজচ্যুত করার হুমকি দেওয়া হয়।
রাত ১১টার দিকে ঢাকঢোল পিটিয়ে ও মাইকিং করে ওই পরিবারগুলোর নাম ধরে ঘোষণা দেওয়া হয় তাদের সঙ্গে কেউ সম্পর্ক রাখলে তাকেও একই শাস্তির মুখে পড়তে হবে। এমনকি দেখা গেলে বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, হুমকির ভয়ে তারা ঘর থেকে বের হতে পারছেন না, শিশুদের স্কুলে পাঠানো বন্ধ হয়ে গেছে এবং একটি বিবাহ অনুষ্ঠানও স্থগিত করতে হয়েছে।
জামালপুরের মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, এ ধরনের আচরণ সরাসরি মানবাধিকার লঙ্ঘন। কোনো অপরাধ থাকলে তার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সালেহীন আশেকীন জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।