‘জনগণের নিরাপত্তায় ২৪ ঘণ্টাই মাঠে ছিলাম’

ঈদুল আজহার ১০ দিনের লম্বা ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটে যায় রাজধানীবাসী। এতে প্রায় ফাঁকা হয়ে যায় ঢাকা। আর এই ফাঁকা ঢাকায় চুরি-ছিনতাই বা ডাকাতির খবর প্রায়ই মিলে। তবে এবারের ঈদ ছিল একদম ব্যতিক্রম। ঢাকা সিটি করপোরেশন এলাকায় তেমন কোনো চুরি বা ছিনতাইয়ের খবর পাওয়া যায়নি।
ঈদুল আজহার আগের দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছিলেন, ঈদুল আজহার ছুটিতে ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে রাতের বেলায় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম মাঠে থাকবে।
ডিএমপি কমিশনারের এই কথার প্রমাণও মিলেছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত তিন চারটি থানা এলাকা ছাড়া কোথাও চুরি-ছিনতাই বা ডাকাতির অভিযোগ মেলেনি। এসব বিষয়ে রাজধানীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা হয় এনটিভি অনলাইনের।
এর মধ্যে শাহাবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আল্লাহর রহমতে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ আসেনি। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা বাসায় কোথাও এমন সংবাদ শুনিনি।
রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। কোথাও কোনো চুরির খবর পাইনি। দু-একদিন পর সবাই গ্রাম থেকে ফিরলে তখন হয়তো জানতে পারব।
ধানমণ্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, আজকের দিন পর্যন্ত আমাদের থানায় চুরি-ডাকাতির কোনো অভিযোগ আসেনি। গাড়ির লুকিং গ্লাস চুরির দুই একটা অভিযোগ এসেছে কিন্তু ঈদ ঘিরে এমন কোনো ঘটনার খবর পাইনি।

নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, ঢাকায় এটা আমার প্রথম ঈদ ডিউটি। তাই আমি এবারের ঈদকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ঈদের আগের দিন থেকে এখন পর্যন্ত রাত ৩টা-৪টা পর্যন্ত আমি নিজেই বাইরে টহল দিয়েছি। আমার থানার অফিসারদের নিয়মিত টহলে রেখেছি। যেহেতু এটা ব্যবসায়িক এলাকা তাই এখানে সর্বোচ্চ সচেতন থাকতে হয়েছে। এখানকার সিকিউরিটি গার্ডদের আমার নম্বর দেওয়া আছে। বলেছি, যত রাতই হোক কোনো ঘটনা ঘটলে যেন সঙ্গে সঙ্গে জানায়।
হাজারিবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন অবস্থা আছে হাজারিবাগ এলাকা। বিগত কয়েক দিনে আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। আমরা সর্বোচ্চ সচেতন রয়েছি। জনগণের জানমালের নিরাপ্তায় ২৪ ঘণ্টাই মাঠে ছিলাম।
কালাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ বা ঘটনার খবর পাইনি। কেবল ঈদের দিন একটা বাসা থেকে একটা মোটরসাইকেল চুরির অভিযোগ এসেছিল। এ বিষয়ে আমরা মামলা নিয়েছি।
লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান বলেছেন, আজকে একজন অভিযোগ নিয়ে এসেছেন যে তার এক ভরি স্বর্ণ চুরি হয়েছে বাসা থেকে। যদিও এই বিষয়ে তিনি মামলা করতে চাননি। আমরা লোক লাগিয়েছি। এ ছাড়া বড় কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি।
কোতোয়ালি থানার ওসি মো. ইয়াসিন শিকদার বলেন, আমাদের থানা এলাকায় এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সব কিছুই ঠিকঠাক আছে। অভিযোগ এলে আমরা গুরুত্ব সহকারে দেখব।
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এই এলাকায় এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেবল একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ঈদের আগের দিন রাতে। ওই ঘটনায় সঙ্গে সঙ্গেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আর কোনো খবর আমাদের কাছে আসেনি।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ঈদকে ঘিরে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মাদকের। চুরির মামলা বলতে গতকাল (বুধবার) ড্রেজার পাইপ চুরির মামলা হয়েছে। এখন পর্যন্ত বাসাবাড়িতে চুরির কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে।
চকবাজার থানার ওসি আশরাফুজ্জামান বলেন, চকবাজার থানায় ঈদের এই সময়ে কেবল মাদকের মামলা হয়েছে। কোনো চুরি-ছিনতাই বা ডাকাতির মামলা হয়নি।
সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এমন কোনো ঘটনার খবর পাইনি। আমি নিজেই নিয়মিত মুভমেন্টে ছিলাম। চুরি-ডাকাতি বা ছিনতাইয়ের কোনো ঘটনার খবর পাইনি।
ওয়ারি থানার ওসি ফয়সাল আহমেদ বলেন, এখন পর্যন্ত তো ছুটি শেষ হয়নি। আরও দুদিন গেলে মানুষ-জন ফিরলে হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু আশা করছি এমন অভিযোগ আসার সম্ভবনাই কম।
শ্যামপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের থানায় এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
গেণ্ডারিয়া থানার ওসি আবু সাহেব খান বলেন, এখন পর্যন্ত তিনটা চুরির ঘটনা ঘটেছে। ডাকাতি বা ছিনতাইয়ের খবর পাইনি। চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে। দুজন রিমান্ডে রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রিল কেটে মোবাইল ফোন, ল্যাপটপ নগদ টাকা চুরির অভিযোগ রয়েছে।
কদমতলী থানার ইনভেস্টিগেশন অফিসার সাফায়াত হোসেন বলেন, গতকাল (বুধবার) একটি চুরির মামলা হয়েছে। তালা ভেঙে চুরি হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত আর কোনো মামলা বা অভিযোগ আসেনি।
মতিঝিল থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, ইনশা আল্লাহ কোনো ধরনের অভিযোগ পাইনি। আমাদের ছয়টা টহল দল সর্বক্ষণ নিয়োজিত ছিল। দিনে রাতে মোট ১২টা টিম কাজ করেছে।
সবুজবাগ থানার ওসি মো. ইয়াসিন আলী বলেন, চার তারিখে একটি নিখোঁজ মামলা হয় তার সূত্র ধরে আজ একটি মরদেহ উদ্ধার করেছি। এর বাইরে চুরির মামলা এসেছে একটি। দরজার তালা ভেঙে স্বর্ণালংকার চুরির অভিযোগে একটি মামলা হয়েছে।
রামপুরা থানার ওসি মো. মশিউল আলম বলেন, এখানে সব কিছুই স্বাভাবিক। গতকাল একটা চুরির মামলা হয়েছে। বাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এয়ারপোর্ট থানার ওসি তাসলিমা আক্তার বলেন, ঈদকে ঘিরে আমাদের বাড়তি নিরাপত্তা ছিল। অন্য সময়গুলোতে এমন অভিযোগ থাকলেও ঈদের আগে বা পরে আমরা এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি।
তুরাগ থানার ওসি রাহাত খান বলেন, এখনও এমন কোনো অভিযোগ আসেনি। মানুষজন তো বাসাবাড়িতে সেভাবে ফিরেনি। হয়তো তখন জানা যাবে।
দক্ষিণখান থানার ওসি শাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে তো এমন কোনো অভিযোগ আসেনি। ঈদের সময় আমরা অন্য সময়ের তুলনায় টহল অনেক বাড়িয়ে দিয়েছি।
উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এই এলাকায় তো আমরা এখনেও কোনো অভিযোগ পাইনি। কেউ কোনো কিছু্ জানায়নি। ঘটনা ঘটলে জানতে পারতাম।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, না এমন অভিযোগ এখনো আমরা পাইনি। রোববার অফিস খুললে তখন হয়তো এই বিষয়গুলো জানা যাবে। এর বাইরে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
যত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) রিয়াজ বলেন, এমন অভিযোগ এখনও আসেনি। কিছু মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এসেছে। এখন পর্যন্ত আমার কাছে দুইটা মোবাইল বাস থেকে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। থানায়ও আছে। এ ছাড়া তেমন কোনো অভিযোগ নেই।
ভাটারা থানার ওসি রাকিব হাসান বলেন, ঈদের পরে এখনও এমন কিছুই পাইনি। ঈদের আগের দিন একটি বাসায় বেটারি চুরির ঘটনা ঘটে। ওই একটাই অভিযোগ ছিল।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমসান বলেন, চুরির ঘটনা বা ডাকাতির কোনো ঘটনায় অভিযোগ আসেনি। এলে হয়তো পাওয়া যেত।
বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোথাও ঘটলে অভিযোগগুলো পাওয়া যেত।
পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন—না, ঈদের ছুটিতে এমন কোনো অভিযোগ আসেনি। আমাদের পর্যাপ্ত টহল ছিল। রাস্তায় মানুষ ছিল না, কিন্তু আমরা ছিলাম।
শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, না আমাদের থানায় অভিযোগ নেই। অভিযোগ আসেনি। আমাদের টহল ছিল সর্বক্ষণ।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। কোনো অভিযোগ আমরা পাইনি।
তেজগাঁও থানার ওসি মো. নাজমুল জান্নাত শাহ বলেন, আমরা খুব সতর্কভাবে সময় পার করেছি। কোনো চুরি-ছিনতাইয়ের অভিযোগ আসেনি আমাদের কাছে।
কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন—না, আমাদের থানায় এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ আমরা পাইনি।
মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান বলেন, লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসেনি। এই এলাকা আলোচিত ছিল বলে ব্যাপকভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। যার কারণে আমরা সতর্কতা অবলম্বনও করেছি। তাই অপরাধ প্রবণতা অনেক কমে এসেছে। মানুষজন সচেতন হয়েছে।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ছোটখাটো অভিযোগ আছে তবে বড় কোনো অভিযোগ এখনও আসেনি আমাদের থানায়।