দিনাজপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন বিএসএফের

দিনাজপুরের বিরল ধর্মযাইন সীমান্ত দিয়ে ১৩ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সোমবার (৯ জুন) দিনগত রাতে এদের পুশইন করে বিএসএফ।
বিরল সীমান্তের কাডলিয়াপাড়ার ভারতের গোবরা বিল গেট দিয়ে তিন নারী, দুই পুরুষ, আট শিশুসহ মোট ১৩ জনকে পুশইন করে বিএসএফ। শিশুদের বয়স দুই বছর থেকে আট বছরের মধ্যে। পুশইন করা নারী-পুরুষরা খুবই অসুস্থ ও ক্ষুধার্ত ছিল।
এসব নারী-পুরুষ জানায়, ভারতের বিভিন্ন এলাকা থেকে বিএসএফ বাংলা ভাষাভাষীদের ধরে এনে জড়ো করে নির্যাতন করে এর পর পুশইন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মযাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম।
গ্রামবাসী জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আরও বাংলাভাষীদের পুশইন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ।
৪২ বিজিবির অধিনায়ক আব্দুল্লাহ আল মইন বলেন, বেশ কিছুদিন ধরে বিএসএফ এই পুশ ইন করা অব্যাহত রেখেছে। আমরা গ্রামবাসীকে নিয়ে এই পুশইন তৎপরতা ঠেকাতে কাজ করছি।