বিয়েবাড়িতে মাংস কম দেওয়ায় সংঘর্ষে আহত ২৫

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বিয়েবাড়িতে বরপক্ষকে গরুর মাংস কম দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও বিয়ের কনের নানা আব্দুল মালেক (৫৫)। এ ছাড়া উভয় পক্ষের আরও প্রায় ১৩ জন নারী-পুরুষ আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের (২৪) সাথে গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহের মেয়ের বিয়ে হয়। সেই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য ৯ জুন গোদাশিমুলিয়া এলাকায় কনের বাবা আনিছুর রহমানের বাড়িতে যায় বরপক্ষ। সন্ধ্যায় মেয়ের বাড়িতে খাবার দিলে বরপক্ষের লোকজনকে গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, বিয়েবাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।