মামলা বাণিজ্যে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
মামলা বাণিজ্যে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, পুলিশের সংস্কার কন্টিনিউয়াস হচ্ছে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) পুলিশ নিতে চায় না, তাই পাইলট প্রকল্প নেওয়া হয়েছে—যেখানে প্রার্থীরা জিডি ও মামলা অনলাইনে করতে পারবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ মঙ্গলবার (১০ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল খানসহ সহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনলাইনে ও জিডি প্রকল্পের কাজ সিলেটে শুরু হয়েছে। ধীরে ধীরে সারা দেশেই চালু করা হবে। যাতে মামলা বা জিডি করার জন্য বিচার প্রার্থীদের থানায় আসতে না হয়। এ ছাড়া থানায় রিমান্ডের আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের ঘর করা হবে। যেন অন্যরা দেখতে পায় আসামিদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে।
পুলিশের দুর্নীতি বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন দুর্নীতির অভিযোগে পর্যন্ত ৮৪ জনকে এটাস্ট রাখা হয়েছে এবং ৩০ থেকে ৪০ জনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের বাড়িতে পাঠাতে কুণ্ঠাবোধ করব না।
দুর্নীতি হলো দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বলেন, দুর্নীতি দেশের রন্ধ্রে রন্দ্রে ঢুকে গেছে, এটাকে কন্ট্রোলে আনতে পারলে দেশ অনেক এগিয়ে যেত।
বর্তমানে বিভিন্ন থানায় করা মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের করা মামলায় দোষী ব্যক্তির পাশাপাশি অনেক নির্দোষ ব্যক্তিও আসামি হয়েছেন। যার ফলে মামলার তদন্ত দেরি হচ্ছে, আমরা দেখব যারা দোষী তারা যেন সাজা পায়, আর যারা নির্দোষ তারা যেন কোনো অবস্থায় সাজা না পায় তার ব্যবস্থা করব।
স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারে যারা সাজাপাপ্ত আছেন তাদের কর্মঠ করে তোলার কথা উল্লেখ করে বলেন, যেন জেলখানা থেকে বের হয়ে কাজ করে খেতে পারেন।
কোনাবাড়ী থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কাশিপুর হাই সিকিউরিটি কারাগার পরিদর্শন করেন। সেখানে তিনি কারা কর্তৃপক্ষের দেওয়া গার্ড অব অনার শেষে কারা রক্ষীদের সাথে কথা বলেন,কারো কারো সাথে আলাপ করলে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।