কুষ্টিয়ায় বিলাসবহুল গাড়ি উদ্ধার, মালিকানা নিয়ে ধূম্রজাল
কুষ্টিয়ায় একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বিলাসবহুল গাড়িটি নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। কেউ কেউ বলছে গাড়িটি কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের।
গতকাল সোমবার (৯ জুন) রাত ১২টার দিকে শহরের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং স্পেস থেকে ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার কার্যালয়ের সামনের ৮তলা টাওয়ারের গ্যারেজে রাখা কালো রঙের ওই গাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। তবে গাড়িটি কার এ বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। তাই স্থানীয়দের মধ্যে গাড়িটি নিয়ে বেশ ধূম্রজাল তৈরি হয়েছে।
সাফিনা টাওয়ারের দারোয়ান আলমগীর হোসেন বলেন, তিন মাস ধরে গাড়িটি গ্যারেজে পড়ে আছে। সাফিনা টাওয়ারের ৪ তলার বাসিন্দা বেলাল গাড়িটি রেখেছেন। গাড়িটি রাখার পর থেকে এক দিনও গ্যারেজ থেকে বের করা হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সাফিনা টাওয়ারে ল্যান্ড ক্রুজার প্রাডো নামের একটি গাড়ির সন্ধান মিলেছে। তবে গাড়িটির মালিকানা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে কারা, কীভাবে গাড়িটি এখানে নিয়ে এসে রেখেছেন সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।