চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মিজানুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার মা সুফিয়া বেগম (৪৭) আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা গুলবাগ ফুলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ঝড়-বৃষ্টির মধ্যে মিজানুর ও তার মা আম কুড়াতে বাগানে গেলে হঠাৎ বজ্রপাত হয়। এতে দুজনেই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়া বেগমকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।