নারায়ণগঞ্জে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তাকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জে নিজ ফ্লাটে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার নাম উৎপল রায় (৬২)।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টানবাজার সাহাপাড়া এলাকায় ওই ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক ছিলেন। তার দুই ছেলে। একজন থাকেন দেশের বাইরে, আরেকজন দেশেই থাকেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বন্দর এলাকার একজন কাজের মহিলা এখানে কাজ করেন। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই মহিলা বাসায় ঢুকে। পরে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বের হয়। রাত সাড়ে ৯টায় তার (উৎপল রায়) ছেলে বাসায় এসে দেখেন ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন তার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’