আহত নেতাকর্মীদের দেখতে গাজীপুরে সারজিস-হাসনাত

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেছেন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যতম নেতা সারজিস আলম।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতলে যান তারা। সেখানে আহতদের খোঁজখবর নেন। তবে এসময় কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা।
এর আগে শুক্রবার দিনগত রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের এলাকায় স্থানীয়দের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্ররা।
এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক নাবিল জানান, যদি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আজ বেলা ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

নাবিল আরও বলেন, গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্ররা গতরাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুট পাটের ঘটনায় বাধা দিতে গিয়েছিল। হামলাকারীরা নিজেদের অপরাধ ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়ার জন্য মাইক যোগে এলাকাবাসীকে ডেকে এনে ডাকাত বলে গণপিটুনি দেয়। এটা আওয়ামী লীগের একটি পরিকল্পিত হামলা। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে লংমার্চ টু গাজীপুর ঘোষণা করা হবে।