চতুর্থদিনের মতো গণ-অনশন, অবরোধের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণাসহ সাত দফা দাবিতে টানা চতুর্থদিনের মতো গণ-অনশন কর্মসূচি পালন করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তারা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল রাতে তারা এ হুঁশিয়ারি দেন।
বনানী থানার ডিউটি অফিসার এসআই বিকিরণ চাকমা এনটিভি অনলাইনকে দুপুর দেড়টায় বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। অপ্রীতিকর বিষয় এড়াতে আমাদের পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছে।’
আন্দোলনকারীদের সমন্বয়ক নায়েক নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘আজ বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে আমরা উত্তর সিটি করপোরেশন এলাকায় সড়ক অবরোধ করব।’
গত বুধবার থেকে সাত দফা দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. নুরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় করার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত আইন করতে হবে। সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি গঠনের বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা বলবেন বলে জানান। যত দ্রুত বিশ্ববিদ্যালয় গঠনের কাজ শেষ করা যায়, সেই চেষ্টা করা হবে।’
শিক্ষার্থীদের প্রতি অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান যুগ্ম সচিব মো. নুরুজ্জামান। তবে শিক্ষার্থীরা এ সময় মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার প্রস্তাবের সঙ্গে একমত হননি। যুগ্ম সচিবের উদ্দেশে তারা বলেন, ‘হয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেন, নয়তো আপনিও অনশনে অংশগ্রহণ করুন।’