এস কে সুর সম্পর্কে যা জানালেন আসিফ নজরুল

আইন উপদেষ্টা ডা. আসিফ নজরুল (বামে), এস কে সুর চৌধুরী। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডা. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ ব্যাংকের লকারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর লকার থেকে উদ্ধার হয়েছে ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার। গতকাল রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে তার ফেসবুক ভেরিফায়েড স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, শুধু বাংলাদেশ ব্যাংকের লকারেই ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর রাখা ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার পাওয়া গেছে। পাশাপাশি ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি সোনার অলংকারও সেখান থেকে জব্দ করা হয়েছে।
আসিফ নজরুল আরও বলেন, পুরো তদন্ত হলে হয়তো আরও বহুকিছু উদ্ধার হবে তার কাছ থেকে। অভিযোগ রয়েছে রক্ষক না হয়ে তিনি (এস কে সুর) ছিলেন ভক্ষকের ভূমিকায়।