রংপুরে সমন্বয়ক সারজিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগরের সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিতিতে রংপুরে দলের কার্যালয়ের প্রাঙ্গণে এক কর্মীসভায় এ ঘোষণা দেন তিনি।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ যে ঘোষণা দিয়েছে, এ কারণে তারা রংপুরে আসতে পারবে না। কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘যার যা আছে তাই নিয়ে রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। আমরা দেখিয়ে দিতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। যদি এই আন্দোলনকে জনস্রোত করতে না পারি, তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাব।’
রংপুরের মাটিতে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, ‘রংপুরের কোনো রাজনৈতিক সংলাপে যদি জাতীয় পার্টিকে ডাকা না হয়, সম্মান দেওয়া না হয়, তাহলে জাতীয় পার্টি নিজেই নিজেদের অধিকার আদায় করে নেবে।’ এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির সাংগাঠনিক সম্পাদক শাহ্ মাহবুবার রহমানসহ স্থানীয় নেতারা।
এর আগে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। গত ৭ অক্টোবর নিজ নিজ ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।