সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ১২ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণে ১২ জন শ্রমিক দগ্ধ হয়েছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শীতলপুর তেঁতুলতলা এলাকায় এস এন করপোরেশন নামের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন—মো. জাহাঙ্গীর, আহমদ উল্লাহ, কাশেম, সাগর, আল আমিন, মইনুল, হাবিব, বরকত, আনোয়ার, রফিক, রফিকুল, সাইফুল।
চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রফিক উদ্দিন গণমাধ্যমকে বলেন, তিনজন ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ১২ জনকে মেডিকেলে পাঠান। যেকোনো ইয়ার্ডে জাহাজ কাটার জন্য গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন বিপজ্জনক উপাদান থাকে। এস এন করপোরেশনের ইয়ার্ডে বিস্ফোরণ কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।