শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথোপকথন, বরগুনার সেই আ.লীগনেতা গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা এবং বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে বরগুনায় আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ আগস্ট) ভোর রাতে নগরীরর আমতলারপাড় এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর কবীর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান।
ওসি আবুল কাসেম মো. মিজানুর রহমান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা এবং বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আ. হালিম বলেন, ‘ঢাকার থেকে পুলিশের একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’