কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিএনপির সর্মথন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গতকাল বুধবার রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সমর্থনের ঘোষণা দেন। ছবি : এনটিভি
সারা দেশে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে কোটা সংস্কারপন্থিরা। এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সমর্থনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন রয়েছে।’
রিজভী আরও বলেন, ‘দেশবাসীকে সরকারি চাকরিতে কোটা সংস্কারে ছাত্রদের যৌক্তিক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি অংশ নেওয়া জোরাল আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন : সারা দেশে আজ কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’