বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক কাওসার খানের (২৫) বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা (১৮)। দ্রুত সময়ের মধ্যে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার পিঁপড়াখালি গ্রামে প্রেমিকের বাড়িতে ওই তরুণীকে অবস্থান নিতে দেখা যায়।
তবে প্রেমিকার এমন অনড় অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক ও তাঁর পরিবার।
প্রেমিক কাওসার উপজেলার পিঁপড়াখালী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
মেয়েটি জানান, প্রায় সাড়ে তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে কাওসারের সঙ্গে তাঁর পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা কুয়াকাটাসহ বিভিন্ন এলাকায় ঘুরতে যান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাওসার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। তিন দিন ধরে কাওসার তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এর পরই তিনি বিয়ের দাবিতে কাওসারের বাড়িতে অবস্থান নেন।
মেয়েটি আরও জানান, কাওসার বিয়ে করে মেনে না নিলে তিনি আত্মহত্যা করবেন।
বাড়ি তালাবদ্ধ থাকায় অভিযুক্ত কাওসার এবং তার পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।