বিএনপিতে আরও ৭ নেতার পদায়ন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে একজনসহ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পাঁচজনকে মনোনীত করা হয়েছে। এছাড়া একজনকে দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
আজ শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
নেতৃবৃন্দের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। অপর পাঁচজন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তাঁরা হলেন- জাহান পান্না (রাজশাহী), নাজমুন নাহার বেবী (চাঁদপুর), মো. মাইনুল ইসলাম (টাঙ্গাইল), আজম খান (দক্ষিণ আফ্রিকা) ও বেলায়েত হোসেন মৃধা (নরসিংদী)।
অপরদিকে, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
২০২২ সালের ২০ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। গঠিত বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে কয়েকমাস আগে বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।