বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। ছবি : এনটিভি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। আজ শনিবার (১১ মে) দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন বিমল কৃষ্ণ বিশ্বাস।
এসময় কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, সুপ্রিম কোর্টের আইনজীবী নিখিল দত্ত, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সরদার, কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তুষার মধু, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।