টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগারপুরে জাহিদ খান ঝলক নামে এক ছাত্রলীগে নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল সোমবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ খান ঝলক তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘কয়েকদিন আগে ঝলকের সঙ্গে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে খুন করা হতে পারে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।’