রাজধানীতে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের আয়েশা আক্তার নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এর প্রতিবাদে সিটি কলোনি সংলগ্ন গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
জামাল হোসেন বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সী আয়েশা আক্তার ট্রাকের ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। সকাল প্রায় ১০টা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছিলেন। স্থানীয়দের বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় তখন। এতে দুর্ভোগে পড়তে হয়েছে অফিসগামীদের। পরে সিনিয়র স্যারেরা বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন।
জামাল হোসেন বলেন, একটি ট্রাক আয়েশাকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের চালকও আহত হন। তাকে পুলিশ হেফাজতে রেখে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।