ফুটওভার ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

সাভার মডেল থানা। ফাইল ছবি
সাভারে ফুটওভার ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছে অজ্ঞাত পরিচয় এক যুবক। আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদ ফুট ওভার ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপারের সময় ছিনতাইকারীরা এক পথচারীকে ঘিরে ধরে। এ সময় তাঁর সর্বস্ব ছিনিয়ে নিলে ওই যুবক বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী।
ওসি জানান, নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।