বানরের ভেংচিতে ভয় পায় না আওয়ামী লীগ : শাজাহান খান

আওয়ামী লীগ বানরের ভেংচিতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলায় সিভিল এভিয়েশন মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শাজাহান খান এ মন্তব্য করেন।
সমাবেশে শাজাহান খান বলেন, ‘বিএনপি-জামায়াত আমাদের ভয় দেখায়। আওয়ামী লীগ কারও ভয়ে ভীত নয়। আওয়ামী লীগ ভয়কে জয় করে বিজয় অর্জন করে। আওয়ামী লীগ কখনও বানরের ভেংচিতে ভয় পায় না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপি কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের অধীনে নির্বাচন চান। ওই কেয়ারটেকার সরকার আজিমপুরের কবরস্থানে দাফন হয়ে গেছে। আর ফিরবে না।’
সরকারের উন্নয়নের তথ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান শাজাহান খান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।