দোকানে গিয়ে দেড়মাস নিখোঁজ ডেইজী, খুঁজছে পরিবার
মানসিক ভারসম্যহীন মধ্যবয়সী নারী মোছা. ডেইজী। তিনি ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার বাসার নিচে নেমেছিলেন তেল আর কলা কিনতে। কিন্তু, কেনাকাটা শেষে আর বাসায় ফেরেননি।ঘটনাটি ঘটে গত ২৪ মে। ঘটনার ১ মাস ১৯ দিন পার হয়ে গেলেও ডেইজী কোথায় আছেন, সে খবর পরিবারের কেউ জানে না। তবে, থেমে নেই ডেইজির পরিবারের লোকজন। তারা খুঁজে চলেছে।পরিবারের লোকজন কখনও মাইকিং করছেন, কখনওবা পোস্টার সাঁটছেন দেওয়ালে। শুধু তাই নয়...
সর্বাধিক ক্লিক