Beta

শিক্ষাবিদ অধ্যাপক আবদুস সাহিদের মৃত্যুবার্ষিকী পালিত

৩১ আগস্ট ২০১৮, ২২:১৭

বিশিষ্ট শিক্ষাবিদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ আবদুস সাহিদের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ৩১ আগস্ট। এই উপলক্ষে আজ বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সকালে মরহুমের আত্মার মাগফিরাত চেয়ে শহরের শেরপুরে আবদুস সাহিদের কবর জিয়ারত করেন তাঁর পরিবারের সদস্যরা।

অধ্যাপক সাহিদ বেশ কিছু ইতিহাসগ্রন্থ লিখেছেন। এর মধ্যে আধুনিক ইউরোপের ইতিহাস একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তাঁর ছেলে শিহাব উদ্দিন বিপু এনটিভির স্টাফ করেসপনডেন্ট।

Advertisement