Beta

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৯ মে ২০১৫, ১০:২৮

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহম্মদ আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাতীয় দলের সাবেক ফুটবলার তানভীর চৌধুরীসহ তিনজন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার আইরমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তানভীর চৌধুরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আজ সকালে আইরমারি ব্রিজ এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলীর লাশ হাইওয়ে পুলিশের বনপাড়া থানায় রাখা হয়েছে। তিনি নাটোর শহরে বাস করতেন বলে ওসি মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

Advertisement