চলমান শান্তি আলোচনার ক্ষেত্র তৈরি করবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচনের পর দেশে শান্তির সুবাতাস বইছে। দেশবাসী এই সুবাতাস প্রত্যাশা করে। তিনি বলেন, এই শান্তির পরিবেশ অব্যাহত আলোচনার ক্ষেত্র তৈরি করবে। সরকার আলোচনা করবে না এমন কথা বলেনি। সিটি করপোরেশন নির্বাচনকে সন্ত্রাসী-কর্মকাণ্ডের ‘এক্সজিট পয়েন্ট’ হিসেবে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আজ রোববার সন্ধ্যায় খুলনার ফুলতলায় দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় দিনের আলোচনার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি যে অন্যায় করেছেন বিচারক সেটি দেখে বিচার করবেন। তাঁর দুষ্কর্মের বিচার হবে।
পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রবীন্দ্র কমপ্লেক্সের মৃণালিনী মঞ্চে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন। ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন পুলিশের খুলনা অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মনিরুজ্জামান, জেলা প্রশাসক (ডিসি) মোস্তফা কামাল, পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান প্রমুখ।