এইচএসসি কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ, অভিভাবককে জরিমানা

চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গের দায়ে এক অভিভাবককে দেড় হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম আজ সোমবার সকাল পৌনে ১০টায় এ আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম আবদুল হালিম (৪৮)। তিনি জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। এর ১৫ মিনিট আগে আবদুল হালিম ১৪৪ ধারা ভঙ্গ করে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রের ভেতরে মোটরসাইকেলে করে প্রবেশ করেন। এ সময় তাঁকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আবদুল হালিম জরিমানার অর্থ পরিশোধ করে অব্যাহতি পান।
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।