রাজশাহীতে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার বাছাই

পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার মেধাবীদের সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৫-এর রাজশাহী অঞ্চলের বাছাই সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকেলে নগরীর কাশফুল কুরআন ইনস্টিটিউটে আয়োজিত বাছাইপর্বে তিনজন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়েছেন।
বাছাইপর্বে প্রথম হয়েছেন কাশফুল কুরআন ইনস্টিটিউটের সাকিব আল হাসান, দ্বিতীয় হয়েছেন রওজাতুস সালেহীন হাফিজিয়া মাদ্রাসার হারুনুর রশিদ এবং একই মাদ্রাসার সাব্বির হোসেন তৃতীয় হয়েছেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার প্রধান বিচারক মাওলানা কারি লুৎফর রহমান ও কাশফুল কুরআন ইনস্টিটিউট রাজশাহীর চেয়ারম্যান মাওলানা এইচ এম শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, আইএফআইসি ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক আলহাজ মো. জামাল উদ্দীন, ব্যবসায়ী আলহাজ মো. সুলতান আহমাদ শিকদার ও সমাজসেবক আলহাজ মো. আজিম উদ্দিন।
এনটিভি এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার।