জঙ্গিবাদ-সন্ত্রাসকে ‘না’ বলুন : প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ-সন্ত্রাসকে ‘না’ বলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, যারা শিশুদের আগুনে পুড়িয়ে মারছে, ভবিষ্যৎ ধ্বংস করছে, জাতি তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
অনুষ্ঠানে শিশু-কিশোররা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। হাজারো দর্শকের সঙ্গে গ্যালারিতে বসে তা উপভোগ করেন প্রধানমন্ত্রী।
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এই শিশু-কিশোর সমাবেশে অংশ নেয় সারা দেশ থেকে আসা স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মার্চপাস্টের মাধ্যমে একে একে প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে মাঠ ছাড়ে শিশু-কিশোররা।
এর আগে তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সরকারপ্রধান বলেন, শিশুদের উন্নত জীবন এবং ভবিষ্যৎ গড়ে দেওয়াই তাঁর সরকারের লক্ষ্য। তিনি বলেন, সরকার চায় না দেশের একটি শিশুকে কেউ পুড়িয়ে মারুক।