নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নেত্রকোনার ঠাকুরাকোনায় বিদ্যুৎস্পৃষ্টে এক সেলুন কর্মচারী নিহত হয়েছেন। নিহত খেলন রবিদাস সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরাকোনা বাজারের একটি সেলুনে ইলেকট্রিক হেয়ার কাটার মেশিনে কাজ করার সময় খেলন অসাবধানতাবসত লিক তারে জড়িয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুল কাটার মেশিনের তার লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খেলনের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তার লাশ বাড়ি নিয়ে গেছে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। মৃতের পরিবারের সদস্যরা মৃতদেহটি আগেই তাদের গ্রামের বাড়িতে নিয়ে গেছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।