ছাগলে গাছ খাওয়া নিয়ে বিবাদ, প্রাণ গেল যুবকের

শেরপুরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে বিবাদে প্রতিবেশীর দা-এর কোপে নিহত সোহেল রানা। ছবি : এনটিভি
শেরপুরে ছাগলের গাছ খাওয়া নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দা-এর কোপে নিহত হন সোহেল রানা নামের এক যুবক। আজ মঙ্গলবার সকালে শেরপুর সদর উপজেলার ভাতশালার সাপমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল একই এলাকার বয়জুদ্দিনের ছেলে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ভূঁইয়া স্থানীয়দের বরাত করে জানান, সোমবার বিকেলে সোহেলের ফুফাতো ভাই আজিজুলের ছাগল প্রতিবেশী জাহিদুলের একটি গাছ খেয়ে ফেলে। এ নিয়ে আজিজুল ও জাহিদুলের লোকদের মধ্যে ঝগড়া হয়। আজ সকালে আজিজুল বাড়ি থেকে বের হলে জাহিদুল লোকজন নিয়ে তার ওপর আক্রমণ করে। এ সময় আজিজুলকে রক্ষা করতে গেলে দায়ের কোপে সোহেল নিহত এবং শেখ ফরিদ নামের আরেকজন আহত হন।
পরিদর্শক মনিরুল ইসলাম আরো বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’