Beta

শেরপুরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

১৬ নভেম্বর ২০১৫, ১৮:৩৭

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। আজ সোমবার শহরের সিংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্য এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন আজহার আলী। তিনি জেলা সদরের বাগেরচর গ্রামের বাসিন্দা। আহত নির্মাণ শ্রমিকের নাম শফিকুল হক।

স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকের ওপর দাঁড়িয়ে ওই দুই শ্রমিক বালু ফেলার কাজ করছিলেন। একসময় মাথার কাছাকাছি থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তাঁরা।

শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক রাকিব জানিয়েছেন, উভয় নির্মাণ শ্রমিককেই এ হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আজহারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত শফিকুল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement