Beta

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৬ নভেম্বর ২০১৫, ১৮:১১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৫, ১৮:৪২

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি

শেরপুরের নকলা উপজেলার জালালপুরে শেরপুর-ঢাকা মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গীতা রানী (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে ঘটা ওই দুর্ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন চারজন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শেরপুরের ঝিনাইগাতী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি বাসের সঙ্গে নকলা থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী গীতা রানী মারা যান। ওই অটোরিকশায় গীতা রানীর স্বামী জানকী চন্দ্র বর্মণও ছিলেন। তিনি আহত হয়েছেন।

গীতা ও জানকী চন্দ্র বর্মণ ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সিএনজি অটোরিকশার চালকসহ আহত চারজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার জানিয়েছেন, বাসটিকে থানায় নিয়ে যাওয়া হলেও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।

Advertisement