Beta

বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

১২ অক্টোবর ২০১৯, ১৪:৪৯

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে আবদুল খালেক (৬৫) নামর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

আবদুল খালেক ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের বাসিন্দা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হন আবদুল খালেক। পরে আজ শনিবার সকাল ৮টার দিকে মৃত্যু হয় তাঁর।

এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের–ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটল।

Advertisement