Beta

সম্রাটকে আবার কারাগারে নেওয়া হয়েছে

১২ অক্টোবর ২০১৯, ১৩:০০

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে হাসপাতাল থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কারাগারের পথে নেওয়া হয় বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার ইকবাল কবির।

ইকবাল কবির বলেন, ‘এখন সম্রাটের শরীর অবস্থা মোটামুটি ভালো। ফলে তাঁকে আবার কারাগারে আনা হচ্ছে।’

এর আগে বুকে ব্যথা অনুভব করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন সম্রাট। বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

সম্রাটের চিকিৎসায় গঠিত ৭ সদস্যের মেডিকেল বোর্ড আজ শনিবার সকালে তাঁকে দেখেছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই সকাল সাড়ে ৯টায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

Advertisement