Beta

টাঙ্গাইলে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

১০ অক্টোবর ২০১৯, ১৮:১৭

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুজন অসুস্থ হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন কালিহাতীর বেতডোবা গ্রামের ভজন চন্দ্র পালের ছেলে গোপাল চন্দ্র পাল (৪৫) ও মৃত বেনু চন্দ্র পালের ছেলে আনন্দ চন্দ্র পাল (৫৫)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন শেষে বেতডোবা গ্রামের কয়েকজন বাসিন্দা রাতে অতিরিক্ত মদ পান করে। তাদের মধ্যে কয়েকজন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ বৃহস্পতিবার গোপাল ও আনন্দ নামে দুজনের মৃত্যু হয়। অসুস্থ টুকনের অবস্থাও আশঙ্কাজনক।

Advertisement