খুলনায় ছাত্রদল নেতা শিবলু হত্যায় দুজনের যাবজ্জীবন

খুলনায় ছাত্রদলের নেতা শিপলু হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : এনটিভি
খুলনা বিএল কলেজ ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল ফয়সাল শিবলু মোল্লা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এ ছাড়া অভিযুক্ত ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন আরিফ ও রহমত। রায়ের সময় সব আসামি আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন দৌলতপুর এলাকার দেয়ানা গ্রামে ছাত্রদল নেতা শিপলুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শিপলুর ভাই ফখরুজ্জামান বাবু বাদী হয়ে দৌলতপুর থানায় ১৪ জনকে আসামি করে হত্যামামলা করে। পুলিশ ও পিবিআই দুই দফা তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন বিচারক।