Beta

পাবনার সমাজসেবক বড় মণির মৃত্যু, জানাজায় মানুষের ঢল

০৫ অক্টোবর ২০১৯, ১৯:৪২

পাবনার তারাবাড়িয়া উপজেলার চরতারাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজসেবক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক ফুয়াদ খান ওরফে বড় মণির জানাজায় মানুষের ঢল। ছবি : এনটিভি

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক ফুয়াদ খান ওরফে বড় মণি (৬৫) গতকাল শুক্রবার দুপুরে ঢাকার উত্তরা হাইকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার উপজেলার চরতারাপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেয়।

এর পর তাঁকে তারাবাড়িয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বড় মণি এক সময় জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপিতে যোগ দেন। পাবনার চরাঞ্চলে তাদের পরিবারের ব্যাপক প্রভাব প্রতিপত্তি ছিল।

বড় মণির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, মরহুমের ছোট ভাই চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম খান (ছোট মণি), পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহমত আলী শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বারেক মৃধা, জেলা বিএনপির সদস্য নুর মাসুম বগা, টুটুল বিশ্বাস, আব্দুল হালিম সাজ্জাদ, সুজানগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী প্রমুখ।

Advertisement