গরম খবর আসছে, সময় এলেই জানতে পারবেন : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘একটু অপেক্ষা করুন। গরম খবর আসছে।’ গরম খবরটি কী জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সময় এলেই জানতে পারবেন। এটি আপনাদের জন্য সারপ্রাইজই থাকল।’
আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওই সময় তিনি দেশের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
যুবলীগের আলোচিত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট কি গ্রেপ্তার নাকি বিদেশে পালিয়ে গেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আগেও বলেছি এখনো বলছি, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সবই দেখতে পাবেন।’
বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির খবর আসছে। সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এসব দুর্নীতি ও অনিয়মকে তুলে ধরার জন্য আপনাদের (সাংবাদিক) বলেছি। আপনারা তুলে ধরুন। আমরা ব্যবস্থা নেব। কেউ রেহাই পাবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অবস্থান জিরো টলারেন্স।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ বলেন, ‘বিএনপির একজন এমপি আমার সঙ্গে দেখা করে খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছেন। তিনি তাঁদের দলের অভিপ্রায়ের কথা বলেছেন যে খালেদা জিয়াকে জামিন দিলে তিনি বিদেশে চিকিৎসার জন্য যাবেন। এ বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর জন্য বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এটা আদালতের বিষয়। আদালতে জামিন না দিলে আমি কীভাবে করব?’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি ভেতরে ভেতরে খালেদার মুক্তির জন্য সরকারের সহযোগিতা চাইছে। তবে বাইরে দলের নেতারা আন্দোলন করে তাঁকে মুক্ত করার কথা বলছেন। আমি মনে করি, তাঁরা আন্দোলন করুক। তাঁরা আন্দোলন করে বিস্ফোরণ সৃষ্টি করে যদি তাঁকে মুক্ত করতে পারে করুক। আন্দোলনের কথা বলেও তাদের কোনো ছোট ঢেউও দেখলাম না। তাঁরা এত বড় দল, আন্দোলন করে তাঁরা সরকার হঠাক। তাহলে তো খালেদা জিয়া মুক্ত হবেন, তাদের সরকারে আসার খায়েশ পূরণ হবে।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া জামিন পাবেন কি না, সেটা আদালতের বিষয়। সরকার আদালতকে কীভাবে বলবে জামিন দিতে? তাহলে এটি বিচার ব্যবস্থার প্রতি অসম্মান নয়? তিনি যদি জামিন পান চিকিৎসকরা যদি মনে করেন, তাঁর বিদেশে গিয়ে চিকিৎসা করা দরকার, সেটা তাঁরা বলতে পারেন। সে ধরনের কোনো রিপোর্ট পেলে পরামর্শ থাকলে তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে এখন আমাদের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে এ সফরে।’