Beta

শিশু মুসফিকাকে বাঁচাতে পারেন আপনারা

২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬

তিন বছরের শিশু মুসফিকা বিনতে মহিউদ্দীন। ছবি : সংগৃহীত

মুসফিকা নামের তিন বছর বয়সী এক শিশুর হৃদপিণ্ডে দুটি ছিদ্র ধরা পড়েছে। বর্তমানে সে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. এস কে এ রাজ্জাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, মুসফিকার অস্ত্রোপচার করা সম্ভব হলে সুস্থ হয়ে অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সে। এজন্য প্রয়োজন এক লাখ ৬০ হাজার টাকা।

মুসফিকার বাবা মো. মহিউদ্দীন সামান্য বেতনের একজন চাকরিজীবী। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা ওয়াজির বরপাড়ার বাসিন্দা। তাঁর পক্ষে মেয়ের চিকিৎসার এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই মুসফিকার চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে, ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী জানান, মহিউদ্দীনের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় পরিবারের পক্ষ থেকে দেশের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করা হচ্ছে। সাহায্য পাঠানোর ঠিকানা মো. মহিউদ্দীন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক, ঠাকুরদীঘি হিসাব নম্বর : ১০৮৩৪১৫০০২৭১৩ অথবা বিকাশ পারসোনাল : ০১৭৭৬৭৭৪১২২।

Advertisement