Beta

ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি জব্দ, ৫ জনের কারাদণ্ড

২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ক্ষতিকর জেলিযুক্ত বাগদা চিংড়িসহ আটক সাজাপ্রাপ্ত পাঁচজন। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া মৎস আড়ত থেকে ক্ষতিকর জেলিযুক্ত ২৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলীর ভ্রাম্যমাণ আদালত আটক ওই পাঁচজনের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন।

সাজপ্রাপ্তরা হলেন শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির খান (২৮), সোহাগ খান (২৮) ও রনি মালো (২৪)।

জব্দকৃত চিংড়ি মাছের আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে জানান র‍্যাব।

জব্দ হওয়া জেলিযুক্ত চিংড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) ইদ্রিস আলীর নেতৃত্বে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

Advertisement